মুহাররম ১৪৪৪ || আগস্ট ২০২২

জালিস মাহমুদ - বরিশাল

৫৭৭০. প্রশ্ন

এবার ঈদের নামায পড়ানোর সময় সাউন্ডসিস্টেমে ত্রুটি হওয়ায় মুকাব্বির ঠিক করে দেই। জামাত যেহেতু বেশ বড় ছিল, সেজন্য অতিরিক্ত তাকবীর বলার সময় দুই তাকবীরের মাঝে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে ছিলাম। যাতে সকলেই তাকবীর বলে শেষ করতে পারে।

মুহতারামের নিকট জানতে চাই, দুই তাকবীরের মাঝে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকার কারণে ঐ নামাযের কি কোনো সমস্যা হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

আপনার জন্য দুটি তাকবীরের মাঝে কিছুটা বিলম্ব করা ভুল কিছু হয়নি; বরং পরিস্থিতির বিবেচনায় তা যথাযথ হয়েছে। তাছাড়া দুই তাকবীরের মাঝে তিন তাসবীহ পরিমাণ বিলম্ব করারও সুযোগ আছে।

-আলমাবসূত, সারাখসী ২/৩৯; আলমুহীতুল বুরহানী ২/৪৮২; বাদায়েউস সানায়ে ১/৬২১; তাবয়ীনুল হাকায়েক ১/৫৪২; হালবাতুল মুজাল্লী ২/৫৪৮; মাজমাউল আনহুর ১/২৫৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন