রজব ১৪৪৩ || ফেব্রুয়ারি ২০২২

নাদীম হাইদার - বাড্ডা

৫৬৪৯. প্রশ্ন

আমাদের বাড়ীতে একটি অনুষ্ঠান থাকায় এক দোকানে ৪০ কেজি মুরগির অর্ডার দেই। দোকানদারকে মুরগিগুলো যবাই করে দিতে বলি। সে মুরগিগুলো যবাই করতে শুরু করলে প্রথম কয়েকটি জবাই করার সময় বিসমিল্লাহবলে। পরে বিসমিল্লাহ বলা  ছেড়ে দেয়। তাকে আমি বললাম, আপনি বিসমিল্লাহবলছেন না কেন? সে বলল, একসাথে অনেকগুলো জবাই করলে প্রথমবার বিসমিল্লাহবললেই হয়। পরে আর বিসমিল্লাহনা বললেও চলে। মুহতারামের কাছে জানার বিষয় হল, ওই ব্যক্তির কথা কি ঠিক? একসাথে অনেকগুলো মুরগি জবাই করার সময় প্রত্যেকটির ক্ষেত্রে বিসমিল্লাহবলা কি জরুরি? জানালে উপকৃত হব।

উত্তর

ওই ব্যক্তির কথা ঠিক নয়। একাধিক মুরগি বা পশু জবাই করলেও প্রত্যেকটির জন্য পৃথক পৃথক বিসমিল্লাহবলা জরুরি। অন্যথায় যে পশুর জবাইয়ের পূর্বে বিসমিল্লাহবলা হবে না, সেই পশুর জবাই সহীহ হবে না এবং তা খাওয়া হালাল হবে না।

উল্লেখ্য, হালাল-হারামের মত স্পর্শকাতর বিষয়ে নিজের ধারণা অনুযায়ী কাজ করা অন্যায়। এসব ক্ষেত্রে কোনো নির্ভরযোগ্য আলেম থেকে মাসআলা জেনে নেওয়া আবশ্যক। বিশেষ করে বিভিন্ন পেশার সাথে জড়িত ব্যক্তিদের তৎসংক্রান্ত মাসায়েল জেনে নেওয়া খুবই জরুরি।

-কিতাবুল আছল ৫/৩৯৮; আলমুহীতুল বুরহানী ৮/৪৫২; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৩/৭২; তাবয়ীনুল হাকায়েক ৬/৪৫৩; রদ্দুল মুহতার ৬/৩০২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন