রজব ১৪৪৩ || ফেব্রুয়ারি ২০২২

রায়হান কাবীর - সূত্রাপুর, ঢাকা

৫৬৩৩. প্রশ্ন

আমি গত শুক্রবার ফজরের নামাযে মসজিদে এসে দেখি ইমাম সাহেব নামাযে সূরা সিজদা তিলাওয়াত করছেন। তখন আমি সুন্নত পড়া শুরু করি। আমার সুন্নতে থাকা অবস্থায় ইমাম সাহেব সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা দিয়েছেন। পরে সুন্নত শেষ করে আমি ওই রাকাতের রুকুতে গিয়ে ইমাম সাহেবের সাথে শরীক হই।

হুজুরের কাছে আমার জানার বিষয় হল, ইমাম সাহেবের সাথে জামাতে শরীক হওয়ার দ্বারা কি আমার তিলাওয়াতে সিজদা আদায় হয়ে গিয়েছে, নাকি নামাযের পরে ভিন্ন করে আমাকে ওই তিলাওয়াতে সিজদা আদায় করতে হবে? সঠিক উত্তর জানিয়ে বাধিত করবেন।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু ইমাম সাহেব যে রাকাতে সিজদায়ে তিলাওয়াত আদায় করেছেন সেই রাকাতেই ইমামের সাথে নামাযে শরীক হয়েছেন, তাই আপনার সিজদায়ে তিলাওয়াত আদায় হয়ে গিয়েছে বলে ধর্তব্য হবে। তাই নামাযের পরে ভিন্ন করে তা আদায় করতে হবে না।

-কিতাবুল আছল ১/২৭৯; আলজামিউস সাগীর, পৃ. ১০২; খিযানাতুল আকমাল ১/৬৭; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৫; ফাতহুল কাদীর ১/৪৬৯; রদ্দুল মুহতার ২/১১০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন