রবিউল আউয়াল ১৪৪৩ || অক্টোবর ২০২১

জাবের মাহমুদ - রাজশাহী

৫৫২৭. প্রশ্ন

কয়েকদিন আগে আমি দুদিনের জন্য নানার বাড়িতে যাই। আমি তখন মুসাফির ছিলাম। জুমার দিন বাড়ির পাশের মসজিদে আমাকে জুমার নামায পড়াতে বলা হয়। তাই আমি জুমার নামায পড়ালাম। পরবর্তীতে মনে প্রশ্ন জাগে, আমার জুমা পড়ানোটা ঠিক হল কি না? কারণ জুমার নামায তো আমার উপর ফরয ছিল না। হুজুরের কাছে জানতে চাই, আমি জুমার নামায পড়ানোর কারণে কারো নামাযের কোনো ক্ষতি হয়েছে কি না?

উত্তর

মুসাফির ব্যক্তির উপর জুমার নামায ফরয না হলেও সে জুমা পড়তে পারে এবং ইমামতিও করতে পারে। ইমমতি করলে তার ও সকল মুক্তাদির জুমা সহীহ হবে। সুতরাং আপনার জন্য মুসাফির অবস্থায় জুমার নামাযে ইমামতি করা সহীহ হয়েছে।

-আলমাবসূত, সারাখসী ১/২৪৯; বাদায়েউস সানায়ে ১/৫৮৮; আলমুহীতুল বুরহানী ২/৪৪৭; ফাতাওয়া খানিয়া ১/১৭৫; আদ্দুররুল মুখতার ২/১৫৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন