সফর ১৪৪৩ || সেপ্টেম্বর ২০২১

ফাতেমা খাতুন - মুন্সিগঞ্জ

৫৫০১. প্রশ্ন

মায়মুনা আক্তারের স্বামী মারা যায়। এরপর সে অন্যত্র বিবাহ করে। সেই স্বামীর অন্য স্ত্রী থেকে একটি মেয়ে আছে। ঐ মেয়ে বড় হওয়ার পর তাকে বিবাহ দেওয়া হয়। এখন প্রশ্ন হল, মায়মুনা আক্তার কি ঐ মেয়ের স্বামীর সাথে দেখা করতে পারবে? জানালে উপকৃত হব।

উত্তর

স্বামীর অন্য স্ত্রীর মেয়ের জামাই মাহরাম নয়। তাই ঐ মহিলার জন্য তার সাথে দেখা করা জায়েয হবে না।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৬৬৭১; আলমাবসূত, সারাখসী ৪/২১১; আলমুহীতুল বুরহানী ৪/১০৬; আলবাহরুর রায়েক ৩/৯৮; রদ্দুল মুহতার ৩/৩৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন