সফর ১৪৪৩ || সেপ্টেম্বর ২০২১

তানভীর - সাতক্ষীরা

৫৪৮৬. প্রশ্ন

আমার অফিস থেকে বের হতে মাঝে মাঝে দেরি হয়ে যায়। তখন বাসায় এসে নামায আদায় করি। আমি কি তখন ফরযের পূর্বে ইকামত বলব, নাকি সরাসরি নামায শুরু করব?

উত্তর

একাকী নামায পড়লেও ফরয নামাযের পূর্বে ইকামত বলা উত্তম। আতা

রাহ. বলেন-

فِي الرّجُلِ يُصَلِّي فِي بَيْتِهِ عَلَى غَيْرِ إِقَامَةٍ، قَالَ : إِنْ أَقَامَ فَهُوَ أَفضل، وَإِنْ لَمْ يَفْعَلْ أَجْزَأَهُ.

অর্থাৎ ঘরে একাকী নামায আদায়কারীর জন্য ইকামত বলা উত্তম। অবশ্য যদি তা না করে তবে নামায আদায় হয়ে যাবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২৩০১)

সুতরাং একাকী ফরয নামায আদায়ের সময়ও ইকামত বলে নেবেন।

-কিতাবুল আছল ১/১১১; আলমাবসূত, সারাখসী ১/১৩৩; বাদায়েউস সানায়ে ১/৩৭৭; আলবাহরু রায়েক ১/২৬৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন