রবিউল আখির ১৪২৯ || এপ্রিল ২০০৮

আবু জাফর - ঢাকা

১২৩১. প্রশ্ন

অনেক লোককে দেখা যায়, তারা বাম হাতে  রুটি, কলা বিশেষ করে পানীয় বস্ত্ত আহার করে। শরীয়তে এরূপ করা জায়েয আছে কি না? দলীলসহ জানতে চাই।

উত্তর

ডান হাতে পানাহার করা সুন্নত। হাদীস শরীফে বাম হাতে পানাহার করতে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে শয়তান বাম হাতে পানাহার করে। তাই এ কুঅভ্যাস পরিত্যাগ করা আবশ্যক।

-সহীহ মুসলিম ২/১৭২, ফতহুল বারী ৯/৪৩২, তাকমিলা ফতহুল মুলহিম ৪/৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন