মুহাররম ১৪২৯ || জানুয়ারি ২০০৮

রফিক -

১১৫৩. প্রশ্ন

একই মসজিদে তারাবীর একাধিক জামাত করার হুকুম কি?

উত্তর

একই মসজিদে তারাবীর একাধিক জামাত করা বাঞ্চণীয় নয়। কোন কোন ফকীহ একই মসজিদে তারাবীর একাধিক জামাতকে মাকরূহ বলেছেন। হযরত ওমরের রা. যুগে মসজিদগুলোতে ছোট ছোট একাধিক জামাত হত। তিনি এসবগুলোকে একত্রিত করে বড় এক জামাতে পরিণত করেন। (মুসান্নাফে আব্দুর রায্যাক পৃ. ২৫৯ খ. ৪) সুতরাং একই মসজিদে একাধিক জামাত না করে একটি জামাত করাই উচিৎ। কেউ মসজিদের জামাতে শরীক হতে না চাইলে মসজিদের বাইরে বাসা-বাড়ি বা অন্য কোন স্থানে গিয়ে ভিন্ন জামাত করতে পারেন। এতে কোন অসুবিধা নেই।

-মুসান্নাফে আব্দুর রায্যাক ৪/২৫৯, ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/১১৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন