যিলকদ ১৪২৯ || নভেম্বর ২০০৮

মুহাম্মাদ মামুন - ঢাকা

১৪৭১. প্রশ্ন

অনেককে দেখা যায় যে, তারা মসজিদে গিয়ে ইমামকে সিজদা অবস্থায় দেখলে সে অবস্থায় ইমামের সাথে নামাযে শরীক হয় না; বরং ইমামের দাঁড়ানোর অপেক্ষা করে এবং ইমাম সাহেব দাঁড়ালে তারপর নামাযে শরীক হয়। শরীয়তের দৃষ্টিতে তাদের একাজটি কেমন? জানালে উপকৃত হব।

উত্তর

নিয়ম হল, মাসবুক ব্যক্তি ইমামকে যে অবস্থাতেই পাবে তাকবীরে তাহরীমা বলে তৎক্ষণাত ইমামের সাথে নামাযে শরীক হয়ে যাবে। হাদীসে এসেছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মসজিদে এসে যদি আমাদেরকে সিজদা অবস্থায় দেখ তাহলে তোমরাও সিজদা করবে তবে একে রাকাত গণ্য করবে না। (আবু দাউদ ১/১২৯) তাই মসজিদে এসে ইমামকে সিজদা অবস্থায় দেখে সিজদায় শরীক না হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকা ঠিক নয়।

-সুনানে আবু দাউদ ১/১২৯; জামে তিরমিযী ১/১৩০; ইলাউস সুনান ৪/৩৩৮-৩৪৯; ফাতহুল বারী ২/১৪০; বাযলুল মাজহুদ ২/৮৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন