যিলহজ্ব ১৪২৯ || ডিসেম্বর ২০০৮

আবদুল করিম লালু - কুড়িগ্রাম

১৪৭৬. প্রশ্ন

জনৈক ব্যক্তি তার ঘর নির্মাণ ও বিবাহ করার জন্য ৭-৮ লক্ষ টাকা জমা করেছে। এছাড়া তার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই। সে টাকার উপর এক বছর অতিবাহিত হয়ে গেছে। এখন কি তাকে সে টাকার যাকাত দিতে হবে? এ কারণে কি তার উপর কুরবানী ওয়াজিব হবে?

উত্তর

হ্যাঁ, সে টাকার যাকাত দেওয়া জরুরি। কারণ যাকাতযোগ্য সম্পদ যে কোনো উদ্দেশ্যেই জমা করা হোক যাকাত-বর্ষ শেষে পুরো সম্পদের যাকাত দেওয়া জরুরি। আর এ কথা বলাই বাহুল্য যে, যে বছরের যাকাত দেওয়া হচ্ছে সে বছরে এ টাকা প্রয়োজনের অতিরিক্ত ছিল। হ্যাঁ, সামনে প্রয়োজনে ব্যয় হবে। কিন্তু বিগত বছরের যাকাতের ক্ষেত্রে এটা ধর্তব্য নয়। তাই এ টাকার বিগত বছরের যাকাত দিতে হবে। আর এ টাকার কারণে তার উপর কুরবানীও ওয়াজিব।

-আল বাহরুর রায়েক ২/২০২; বাদায়েউস সানায়ে ২/৪০৪; ফাতাওয়া তাতারখানিয়া ২/১০১; আননাহরুল ফায়েক ১/৪১৫; রদ্দুল মুহতার ২/২৬২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন