যিলহজ্ব ১৪২৯ || ডিসেম্বর ২০০৮

আবু বকর সিদ্দিক - সিলেট

১৪৭৩. প্রশ্ন

জনৈক ব্যক্তি ঈদের সময় তার আত্মীয় স্বজনের মধ্যে ছোট ছেলে-মেয়েদেরকে যাকাতের টাকা-পয়সা দিয়ে জামা কাপড় কিনে দেয়। আবার অনেক সময় টাকাও দেয়। অথচ তাদের বাবা নিসাব পরিমাণ সম্পদের অধিকারী। এখানে আমার জানার বিষয় হল, নাবালেগ ছেলে-মেয়ে যাদের পিতার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তাদেরকে যাকাতের টাকা দেওয়া কিংবা যাকাতের টাকা দিয়ে কোনো কিছু কিনে দেওয়া জায়েয হবে কি না? আর দিলে যাকাত আদায় হবে কি না? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

যাকাত গ্রহণের যোগ্য  নয় এমন ব্যক্তির নাবালেগ ছেলে-মেয়েকে যাকাত দিলে যাকাত আদায় হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রেও তাদেরকে যাকাতের অর্থ বা কাপড় ইত্যদি দেওয়ার দ্বারা যাকাত আদায় হয়নি। ওই ব্যক্তির জন্য পুনরায় যাকাত আদায় করা জরুরি।

-আলবাহরুর রায়েক ২/২৪৬; তাবয়ীনুল হাকায়েক ১/৩০৩; বাদায়েউস সানায়ে ২/১৫৮; আদ্দুররুল মুখতার ২/৩৪৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন