মুহাররম ১৪৩০ || জানুয়ারী ২০০৯

মুহাম্মাদ নাজমুল হক - উলিপুর, রংপুর

১৫২৪. প্রশ্ন

আমার আববা তার জীবদ্দশায় আমাদের গ্রামের এক গরীব লোককে কিছু জমি দান করেছিলেন। আববার ইন্তেকালের পর সে এখন অনেক স্বচ্ছল হয়ে উঠেছে। আবার আমাদেরও আর্থিক সংকটের কারণে ঐ জমিটার খুব প্রয়োজন। এখন আমরা আববার দানকৃত ঐ জমি কি তার কাছ থেকে ফেরত নিতে পারব?

উত্তর

না। জমিটি ফেরত নেওয়া জায়েয হবে না। এটির মালিক এখন ওই ব্যক্তিই। আপনারা তাতে হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখেন না।

-শরহু মাআনিল আছার ২/২২৩; রদ্দুল মুহতার ৫/৬৯৯; আলবাহরুর রায়েক ৭/২৯২; তাবয়ীনুল হাকায়েক ৫/৯৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন