মুহাররম ১৪৩০ || জানুয়ারী ২০০৯

মুহাম্মাদ আবদুল আলীম - ঢাকা

১৪৯৯. প্রশ্ন

আমি একটি কোম্পানির শোরুম থেকে একটি ওয়াশিং মেশিন ৪৮,০০০/- টাকায় খরিদ করি। কিস্তিতে মূল্য পরিশোধ করব। মোট বার কিস্তিতে আমাকে এ মূল্য পরিশোধ করতে হবে। শুনেছি, নির্দিষ্ট সময়ের আগে তথা ৬/৭ মাসের বকেয়া টাকা পরিশোধ করলে দোকানদার কিছু মূল্য ছাড় দিয়ে থাকে। জানতে চাই, এ ছাড় গ্রহণ করা আমার জন্য জায়েয হবে কি না? এতে চুক্তি ত্রুটিযুক্ত হবে কি?

উত্তর

কিস্তি বিক্রির চুক্তির সময় এমন শর্ত করা যে, কিস্তির মেয়াদ শেষ হওয়ার আগেই মূল্য পরিশোধ করে দিলে নির্ধারিত মূল্য থেকে কম নেওয়া হবে, বৈধ নয় এবং চুক্তির সময় এমন শর্ত করলে কারবার নাজায়েয হয়ে যাবে। অবশ্য কোনো প্রকার শর্ত করা ছাড়া কিস্তির টাকা অগ্রীম আদায় করে দিলে বিক্রেতার জন্য সে অনুপাতে মূল্য ছাড় দিয়ে দেওয়াই উত্তম। এক্ষেত্রে ক্রেতার জন্যও মূল্য ছাড় গ্রহণ করা জায়েয। উল্লেখ্য, সকল কিস্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অনাদায়ী মূল্য দ্রুত আদায়ের শর্তে মূল্য থেকে ছাড় দেওয়া জায়েয।

-মুয়াত্তা ইমাম মালেক হাদীস নং ৭৬৯; আওজাযুল মাসালিক ১১/৩২৭; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যাহ মুআছারাহ ১/২১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন