রজব ১৪৪২ || ফেব্রুয়ারি ২০২১

আহমাদ - ফার্মগেট, ঢাকা

৫৩১৯. প্রশ্ন

কয়েকদিন আগে যোহরের সময় আমার একজন নিকটাত্মীয় ইন্তেকাল করেন। তাঁর আশা রক্ষার্থে আমি জানাযার নামায পড়াই এবং দাফনের সময় কবরে নামি। দাফন শেষ হয় আসরের সময় হবার এক ঘণ্টা পর। তাই আমি দাফনের কাজ শেষে (অযু অবস্থায় থাকার কারণে) নতুন করে অযু না করেই আসরের নামায পড়ে নিই। পরে আমাদের এলাকার এক ব্যক্তি, যিনি ঐ দাফনকার্যে শরীক হয়েছিলেন, আমাকে ডেকে বললেন, ‘তুমি দাফনের পরে গোসল না করেই আসরের নামায পড়লে কেন?

এখন জানার বিষয় হল, মৃত ব্যক্তিকে গোসল বা কাফন-দাফন করানোর পর কি গোসল করা জরুরি? যদি জরুরি হয় তাহলে সেই গোসলের হুকুম কী? এবং আমি গোসল ছাড়াই যে নামায আদায় করলাম, সেই নামায কি আবার পড়তে হবে?

উত্তর

মৃত ব্যক্তিকে গোসল করালে বা দাফনের সময় কবরে নামলে তার গোসল করা জরুরি হয়ে যায় না। তাই আপনার উপরও গোসল করা বা অযু করা অবশ্যক ছিল না। অতএব এ অবস্থায় আপনার নামায আদায় করা সহীহ হয়েছে। তা আবার পড়তে হবে না।

উল্লেখ্য, মৃত ব্যক্তিকে গোসল করালে শরীরে পানির ছিটা ইত্যাদি পড়ার সম্ভাবনা থাকে বিধায় কোনো কোনো ফকীহ তার জন্য গোসল করে নেওয়া মুস্তাহাব বলেছেন। অবশ্য গোসল করাতে গিয়ে শরীরে নাপাকি লেগেছে বলে নিশ্চিত হলে শুধু ঐ জায়গা ধুয়ে নিতে হবে।

 -কিতাবুল আছল ১/৪৮; আলমাবসূত,সারাখসী ১/৮২; বাদায়েউস সানায়ে ১/১৩৭; আলমুহীতুল বুরহানী ১/১৬; খিযানাতুল আকমাল ১/৩৪; ফাতহুল কাদীর ১/৫৮; আদ্দুররুল মুখতার ১/১৭০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন