রজব ১৪৪২ || ফেব্রুয়ারি ২০২১

আব্দুল আযীয - মৌলভীবাজার, সিলেট

৫৩১৭. প্রশ্ন

আমি একদিন মসজিদে প্রবেশ করার পর দেখি ইমাম সাহেব রুকুতে আছেন। আমি কাতারে পৌঁছার পর তাকবীর বলে রুকুতে যাই। রুকুতে যাওয়ামাত্রই কোনো কিছু পড়ার পূর্বেই ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন। আমিও দাঁড়িয়ে গেলাম। এ অবস্থায় আমি সন্দেহে পড়ে যাই যে, আমি রাকাত পেয়েছি কি না। অবশেষে আমি রাকাত পেয়েছি বলে ধরে নিই এবং উক্ত রাকাত পুনরায় না পড়েই ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে ফেলি। এ অবস্থায় আমার নামায কি সহীহ হয়েছে?

উত্তর

হাঁ, আপনার নামায সহীহ হয়েছে। কারণ ইমাম সাহেবের সাথে রুকুতে অল্প সময় পেলেই রুকু আদায় হয়ে যায়। অবশ্য এক্ষেত্রে মুক্তাদীর কর্তব্য, একবার তাসবীহ পড়ে রুকু থেকে ওঠা। কেননা রুকুতে এক তাসবীহ পরিমাণ বিলম্ব করা ওয়াজিব।

 -মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২৫৩৪; আলমাবসূত, সারাখসী ১/১৮৯; আযযাখীরাতুল বুরহানিয়া ২/৬০; তাবয়ীনুল হাকায়েক ১/৪৫৬; আলহাবিল কুদসী ১/১৮৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১২০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন