রজব ১৪৪২ || ফেব্রুয়ারি ২০২১

হাবীব - খুলনা

৫৩১৪. প্রশ্ন

আমাদের মহল্লার মসজিদে সাধারণত আমি আযান দিই। একদিন এশার আযান দেওয়ার পর জানতে পারি, এশার ওয়াক্ত এখনো হয়নি। ওয়াক্ত হওয়ার পর লজ্জায় দ্বিতীয়বার আযান দিইনি। মুহতারামের কাছে জানার বিষয় হল, ওয়াক্ত হওয়ার পূর্বে আযান দিলে কি পুনরায় আযান দিতে হয়? লজ্জার কারণে পুনরায় আযান না দেওয়া কি আমার জন্য ঠিক হয়েছে? জানালে উপকৃত হব।

উত্তর

ওয়াক্ত হওয়ার আগে আযান দিলে তা সহীহ হয় না। তাই এমনটি হয়ে গেলে ওয়াক্ত হওয়ার পর পুনরায় আযান দিতে হয়। সুতরাং লজ্জার কারণে পুনরায় আযান না দেওয়া অন্যায় হয়েছে। হযরত নাফে‘ রাহ. থেকে বর্ণিত-

أَنّ مُؤَذِّنًا لِعُمَرَ يُقَالُ لَهُ : مَسْرُوحٌ أَذّنَ قَبْلَ الْفَجْرِ، فَأَمَرَهُ عُمَرُ أَنْ يُعِيدَ.

হযরত উমর রা.-এর একজন মুআযযিন ছিলেন। তার নাম মাসরূহ। তিনি একদিন সুবহে সাদিকের আগেই আযান দিয়ে দেন। তখন হযরত উমর রা. তাকে পুনরায় আযান দিতে বলেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ২৩২২)

-কিতাবুল আছল ১/১১০; বাদায়েউস সানায়ে ১/৩৮১; শরহুল মুনইয়া, পৃ. ৩৭৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৩; আলবাহরুর রায়েক ১/২৬২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন