রবিউল আউয়াল ১৪৩৯ || ডিসেম্বর ২০১৭

উম্মে আবদুল্লাহ - ময়মনসিংহ

৪২৫৫. প্রশ্ন

মহিলাদের মাসিক চলাকালীন অবস্থায় সেজদার আয়াত শুনলে সেজদা ওয়াজিব হবে কি এবং তা কি কাযা করতে হবে?

 

 

উত্তর

মাসিক চলাকালে সেজদার আয়াত শুনলে সেজদা ওয়াজিব হয় না। তাই পরবর্তী সময়ে তা কাযাও করতে হবে না।

-আলমাবসূত, সারাখসী ২/৫; বাদায়েউস সনায়ে ১/৪৩৯; আলমুহীতুল বুরহানী ২/৩৬৫; ফাতহুল কাদীর ১/৪৬৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন