জুমাদাল উলা ১৪৩৯ || ফেব্রুয়ারি ২০১৮

আবদুল্লাহ - নোয়াখালী

৪৩৫৩. প্রশ্ন

আমাদের মসজিদের দেয়ালে ‘মসজিদে দুনিয়াবী কথা হারাম’ বাক্যটি টাইলসে খোদাই করে লাগানো। এখন প্রশ্ন হল, নামাযের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পর কখনো দুনিয়াবী কথাবার্তাও হয়ে যায়। তখনো কি হারাম হবে?
 

উত্তর

প্রশ্নোক্ত কথাটি ব্যাপকভাবে বলা ঠিক নয়। নামায বা ইবাদতের উদ্দেশ্যে মসজিদে প্রবেশের পর অন্যের ইবাদতে অসুবিধা না হলে প্রয়োজনে দুনিয়াবী বৈধ কথাবার্তা বলা জায়েয আছে। তবে স্মরণ রাখতে হবে যে, মসজিদ আল্লাহর ঘর। এটি ইবাদতের স্থান। এর প্রতিষ্ঠাই হয়েছে ইবাদতের উদ্দেশ্যে। সুতরাং মসজিদে অপ্রয়োজনীয় কথাবার্তা ও কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। প্রকাশ থাকে যে, দুনিয়াবী কোন কাজকর্ম বা কথাবার্তাকে উদ্দেশ্য করে মসজিদে গমন করা কিংবা মসজিদে এর আয়োজন করা নাজায়েয। 

 

-সহীহ বুখারী, হাদীস ৪৫৭; উমদাতুল কারী ৪/২২৯; আলবাহরুর রায়েক ২/৩৬; রদ্দুল মুহতার ১/৬৬২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন