জুমাদাল উলা ১৪৩৯ || ফেব্রুয়ারি ২০১৮

রুহুল আলম - সিলেট

৪৩৩৩. প্রশ্ন

বিতর নামাযে দুআয়ে কুনূতের পর দরূদ শরীফ পড়লে সিজদা সাহু ওয়াজিব হবে কি না?

 

উত্তর

না, বিতর নামাযে দুআয়ে কুনূতের পর দরূদ শরীফ পড়লে সাহু সিজদা আসবে না। বরং ফিকহের কিতাবাদীতে দুআয়ে কুনূতের সাথে দুরূদ শরীফ পড়া উত্তম বলা হয়েছে।

-খিযানাতুল আকমাল ১/১৭৮; বাদায়েউস সানায়ে ১/৬১৪; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৪৪; আদ্দুররুল মুখতার ২/৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন