জুমাদাল আখিরাহ ১৪৩৯ || মার্চ ২০১৮

উম্মে তাকী - ময়মনসিংহ

৪৩৬৫. প্রশ্ন

একদিন শেষ রাতে নফল নামায পড়ছিলাম। এ অবস্থায় আমার মাসিক শুরু হয়ে যায়। প্রশ্ন হল, উক্ত নফল নামায কি পবিত্র হওয়ার পর কাযা করতে হবে?

 

উত্তর

হ্যাঁ, উক্ত নফল নামায পবিত্র হওয়ার পর কাযা করতে হবে। কেননা, নফল নামায শুরু করার পর তা সম্পন্ন করা ওয়াজিব হয়ে যায়।

তবে ফরয নামাযের মধ্যে যদি এমনটি হত অর্র্থাৎ ফরয নামায শুরু করার পর যদি মাসিক শুরু হত তাহলে পরবর্তীতে এর কাযা করা লাগত না।

-আলমাবসূত, সারাখসী ২/১৪; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩২; ফাতহুল কাদীর ১/১৫২; আলবাহরুর রায়েক ১/২০৫; রদ্দুল মুহতার ১/২৯১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন