জুমাদাল আখিরাহ ১৪৩৯ || মার্চ ২০১৮

তাওহিদুল ইসলাম - সদর দক্ষিণ, কুমিল্লা

৪৩৬৪. প্রশ্ন

গত বছর রমযানে একদিন আমরা কয়েকজন হাফেয একসাথে তারাবীর নামায আদায় করি। প্রথম চার রাকাতে লম্বা কেরাত পড়ার কারণে অনেক রাত হয়ে যায়। এরপর বাকি ষোল রাকাত দুই সালামে আট রাকাত করে আদায় করে নেই। মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, এক সালামে আট রাকাত আদায় করার দ্বারা আমাদের নামায কি আদায় হয়েছে?

 

উত্তর

আপনাদের উক্ত তারাবীর নামায আদায় হয়েছে। তবে একসাথে আট রাকাত পড়া ঠিক হয়নি। তারাবীর নামায দুই রাকাত করে পড়াই সুন্নত। তাই ভবিষ্যতে এমন করা থেকে বিরত থাকতে হবে।

-মারাকিল ফালাহ পৃ. ২২৫; আলমাবসূত, সারাখসী ২/১৪৭; আলবাহরুর রায়েক ২/৬৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩২৯; হালবাতুল মুজাল্লী ২/৩৬৯; শরহুল মুনয়া পৃ. ৪০৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন