শাওয়াল ১৪৩৮ || জুলাই ২০১৭

নাম প্রকাশে অনিচ্ছুক - ঢাকা

৪১০৩. প্রশ্ন

আমি একজন দুর্বল প্রকৃতির লোক। সময়ে অসময়ে আমার ঘুম চলে আসে। এমনকি নামাযের মধ্যেও; বিশেষত ফজরের নামাযে এবং রমযান মাসে তারাবীর নামাযে। জানতে চাই এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে নামায পড়াটা কেমন?

উত্তর

ঘুমিয়ে ঘুমিয়ে নামায পড়া ঠিক নয়। হাদীসে এ ব্যাপারে নিষেধ করা হয়েছে। তাই চেষ্টা করতে হবে যেন নামাযে ঘুম না আসে। হযরত আনাস রা.

থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,

إِذَا نَعَسَ أَحَدُكُمْ فِي الصَلاَةِ فَلْيَنَمْ، حَتَى يَعْلَمَ مَا يَقْرَأُ.

তোমাদের কারো যখন নামাযে ঘুম আসে তখন সে যেন (নামায ছেড়ে) এতটুকু ঘুমিয়ে নেয় যে, (তার অবস্থা স্বাভাবিক হয়ে আসে এবং) সে বুঝতে পারে সে কী পড়ছে। (সহীহ বুখারী, হাদীস ২১৩)

তবে নামাযে কোনো কারণে ঝিমুনি এসে গেলে নামাযের ক্ষতি হবে না। আর সময় সংকীর্ণ হলে যেভাবেই হোক ঘুম দূর করে নামায পড়ে নিতে হবে।

-ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৩৬; শরহুল মুনয়া পৃ. ৪১০; ফাতাওয়া খানিয়া ১/২৪৪; রদ্দুল মুহতার ২/৪৮; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী পৃ.২২৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন