সফর-১৪৩৩ || জানুয়ারি-২০১২

ইবনে সাইর - জামিআ রাহমানিয়া আরাবিয়া মুহাম্মাদপুর, ঢাকা-১২০৭

প্রশ্ন

ক) আগামী কিছু দিনের মধ্যে কুতুবে সিত্তাহর শুরূহাত সংগ্রহের ইচ্ছা করেছি। কিন্তু আমার নিকট নির্ভরযোগ্য শুরূহাতের কোনো তালিকা নেই। তাছাড়া শরহু মাআনিল আসারের মতো হাদীসের যে সকল কিতাবে মাসআলার সাথে সাথে হানাফী মাযহাবের দলীল-প্রমাণাদি উদ্ধৃত হয়েছে তারও একটি তালিকা হলে সংগ্রহ করা সহজ হবে।

প্রশ্ন : খ) আমরা আপনার যবানে ও কলমে অনেকবার শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহ. (মৃত্যু ১৪১৭ হি.)-এর কথা শুনেছি। আমার দিলের তামান্না, শায়খ রাহ.-এর জীবনী (বিশেষত পাকিস্তানে অবস্থানকালীন তিন মাসের আলোচনা) ধারাবাহিকভাবে প্রিয় মাজাল্লাহ মাসিক আলকাউসারে প্রকাশ হোক।


 

উত্তর

ক) ১৪২৬ হি. মোতাবেক ২০০৫ ঈ. বর্ষের বিভিন্ন সংখ্যায় কয়েকবার এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ শরাহসমূহের তালিকা দেওয়া হয়েছে। আর ফিকহে হানাফীর দলিল-প্রমাণ সম্বলিত অনেক কিতাবের নাম আলমাদখাল ইলা উলূমিল হাদীসিশ শরীফ (পৃষ্ঠা : ১৪০-১৪১)

طريقة قريبة لمعرفة الصحيح والضعيف في الجملة

 শিরোনামের অধীনে উল্লেখ হয়েছে। আপনি তা দেখে নিন। ইমাম আবু বকর জাসসাসের কিতাব শরহু মুখতাসারিত তহাবী এখন ৮ খন্ডে প্রকাশিত হয়েছে। তা সংগ্রহ করুন ও মনোযোগ দিয়ে মুতাআলা করুন।

খ) আরো কয়েক বন্ধুও এই আবেদন করেছেন। কিছুটা বিলম্ব হলেও আমরা তা পালনের চেষ্টা করব ইনশাআল্লাহ।  

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন