হুসাইন - মতিঝিল, ঢাকা
প্রশ্ন
আমি কাফিয়া জামাতের ছাত্র। আমি কুরআন কারীম ও কুরআন তাফসীর নিয়ে খুব আগ্রহী। আমি চাচ্ছি, ‘তাফসীরে আবিস সাঊদ’ নিয়ে মেহনত করব। এটা কি এ মুহূর্তে আমার জন্য উপকারী হবে?
উত্তর
‘তাফসীরে আবিস সুঊদ’ কিতাবটি মুখতাসারুল মাআনী পড়ার পরে মুতালাআ করলে ফায়দা হবে। আপনি উস্তাযের পরামর্শে হযরত আদীব হুযুর দামাত বারাকাতুহুমের الطريق إلى القرآن الكريم ও الطريق إلى تفسير القرآن الكريم মুতালাআ করতে পারেন।