রজব ১৪৪৭ || জানুয়ারি ২০২৬

হুসাইন - মতিঝিল, ঢাকা

প্রশ্ন

আমি কাফিয়া জামাতের ছাত্র আমি কুরআন কারীম ও কুরআন তাফসীর নিয়ে খুব আগ্রহী আমি চাচ্ছি, ‘তাফসীরে আবিস সাঊদ’ নিয়ে মেহনত করব এটা কি এ মুহূর্তে আমার জন্য উপকারী হবে?

উত্তর

‘তাফসীরে আবিস সুঊদ’ কিতাবটি মুখতাসারুল মাআনী পড়ার পরে মুতালাআ করলে ফায়দা হবে আপনি উস্তাযের পরামর্শে হযরত আদীব হুযুর দামাত বারাকাতুহুমের الطريق إلى القرآن الكريمالطريق إلى تفسير القرآن الكريم মুতালাআ করতে পারেন 

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন