ইবরাহীম খলীল আশরাফ - পটিয়া মাদরাসা, চট্টগ্রাম
প্রশ্ন
হযরত! ইসলামের কিছু বিধিবিধান নিয়ে ইসলামবিদ্বেষী এমনকি কিছু নামধারী মুসলমানও না বোঝার কারণে প্রশ্ন করে থাকে। অতএব এ বিষয়ে আমাদের করণীয় কী?
উত্তর
আপনি কোন্ জামাতে অধ্যয়নরত তা কিন্তু উল্লেখ করেননি। তাহলে কথা বলা সহজ হতো। যাহোক এ বিষয়ে এ বিভাগে ইতিপূর্বে একাধিকবার লেখা হয়েছে।
গত জুলাই ও আগস্ট ২০২৫ ঈ. সংখ্যায়–
الفقہ العام للدین کی تھوڑی سی تفصیل
এ বিষয়ে বিভিন্ন কিতাবের নাম উল্লেখ করা হয়েছে। তেমনিভাবে জানুয়ারি ২০২৩ সংখ্যায় প্রকাশিত ‘দিরাসাতে উলইয়ার তালিবে ইলমের প্রতি : নিজেদের প্রস্তুত করুন ফেতনার ইলমী ও দাওয়াতী মোকাবেলার জন্য’ প্রবন্ধে বিভিন্ন কিতাবের নাম উল্লেখ করা হয়েছে। আপনি উভয় মাকালা মুতালাআ করে সেখান থেকে কিতাব নির্বাচন করুন এবং আপনার উস্তাযের পরামর্শে মুতালাআ করুন।