রবিউল আখির ১৪৪৭ || অক্টোবর ২০২৫

ইবনে আলআমিন - ঢাকা

প্রশ্ন

হুজুর, আমি শরহে বেকায়া জামাতে পড়ি নূরুল আনওয়ার কিতাবটি কীভাবে পড়তে পারি এবং কীভাবে আয়ত্ত করতে পারি? আর এই কিতাবের সাথে মুতালাআ করার সবচেয়ে ভালো শরাহ কোন্টি? জানালে অত্যন্ত উপকৃত হব

উত্তর

প্রথমে আলমানারে পেশকৃত কায়েদা বা মাসআলাটি আত্মস্থ করার চেষ্টা করতে হবে এবং সবকে উস্তাযের তাকরীর মনোযোগ সহকারে শুনতে হবে এবং তা কিতাবের সঙ্গে মিলিয়ে বুঝতে হবে অতঃপর বহসের খোলাসা বা সারসংক্ষেপ খাতায় নোট করবেন সম্ভব হলে সেটা উস্তাযকে দেখিয়ে তাসহীহ করে নেবেন

খোদ আলমানারের মুসান্নিফও ‘কাশফুল আসরার’ নামে আলমানারের একটি শরাহ লিখেছেন কিতাব হল্ করার জন্য প্রয়োজনে সেখান থেকেও ইস্তেফাদা করতে পারেন

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন