যিলহজ্ব ১৪২৭ || জানুয়ারি ২০০৭

মুহাম্মাদ রেজওয়ানুল কারীম - মনিরামপুর, যশোর

প্রশ্ন

আমি একজন দুর্বল তালেবে ইলম। এবার আরবী ৫ম শ্রেণীতে অধ্যয়ন করছি। এ শ্রেণীতে উসূলে ফিকহের প্রথম কিতাব উসূলুশ শাশী পড়ানো হয়। এই কিতাব ভালো করে বোঝার জন্য কী শরাহ দেখলে উপকার হবে এবং এই ফনের উপর পারদশীর্ হওয়ার জন্য কী করতে পারি? একটু পথনির্দেশনা দিলে আমার মত অনেক ছাত্র ভাইয়ের উপকার হত।

উত্তর

আরবী শরাহ বুঝতে যদি তেমন কষ্ট না হয় তবে ফুসূলুল হাওয়াশীপড়তে পারেন। এই শাস্ত্রে দক্ষতা অর্জন করতে হলে প্রথম দফায় আপনাকে নেসাবভুক্ত কিতাবটি ভালোভাবে বুঝে পড়তে হবে। ১নং প্রশ্নের উত্তরও দেখে নিতে পারেন।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন