শাবান-রমযান ১৪৪৩ || মার্চ-এপ্রিল ২০২২

রাশেদুল ইসলাম - রংপুর

প্রশ্ন

আমি শরহে জামী জামাতের তালিবে ইলম। সামনের বছর শরহে বেকায়া জামাতে পড়ব ইনশাআল্লাহ। রমযানে আগামী বছরের প্রস্তুতি হিসেবে আমি কী কিতাব মুতালাআ করতে পারি?

উত্তর

রমযানের সময়গুলো তো রমযানেরই বিশেষ আমলসমূহে লাগানো উচিত। অন্যান্য কাজ কেবল জরুরত পরিমাণ করবে।

আপনি সবোর্চ্চ উমদাতুর রিয়ায়াহ’-এর মুকাদ্দিমা মুতালাআ করতে পারেন। শরহে বেকায়ার উপর হযরত মাওলানা আবদুল হাই লখনবী রাহ. (১৩০৪ হি.)-এর আরবী হাশিয়াটির নাম উমদাতুর রিয়ায়াহ। তার শুরুতে একটি দীর্ঘ ভূমিকা রয়েছে। সেখানে মাশাআল্লাহ অনেক উপকারী আলোচনা আছে।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন