জুমাদাল উলা ১৪৩৭ || ফেব্রুয়ারি ২০১৬

মুহাম্মাদ জামীল আশরাফ - ফরিদাবাদ মাদরাসা, ঢাকা

প্রশ্ন

 

হুযুর যেসকল মেয়েরা স্কুলে ৮ম শ্রেণী অথবা তার চেয়ে কম বেশি পড়েছে, যাদের কুরআন শরীফ অশুদ্ধ। এমন মেয়েদের বিবাহ হলে (আলেমের সাথে হউক অথবা গায়রে আলেমের সাথে হউক) তাদের জন্য ঘরোয়াভাবে দ্বীন শিক্ষার পদ্ধতি কেমন হবে। কীভাবে কী করলে তারা দ্বীনের জন্য ফেদা হতে প্রস্তুত হয়ে যাবে। এদের মানহাজ বা নেসাবে-তালীম কী হবে, কেমন হবে? কী কী কিতাব কীভাবে পড়ানো হবে? কোন কিতাব আগে হবে, কোন কিতাব পরে হবে? স্বামী আলেম হলে তাদের জন্য কী করতে পারে? হুযুর! মেহেরবানী করে বিস্তারিত জানালে আশা করি আমার পরিবার এবং বাংলাদেশের হাজার হাজার পরিবার উপকৃত হবে। দুআ করি আল্লাহ যেন আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে কবুল করেন। আমীন।


 

উত্তর

আপনার প্রশ্নটি অনেক ব্যাপক। যার উত্তর লেখার জন্য দীর্ঘ আলোচনা প্রয়েজন। এখন স্বল্প পরিসরে সে সুযোগ নেই। সুনির্দিষ্টভাবে ব্যক্তিগত অবস্থা সুযোগ সুবিধার কথা বিস্তারিত অবহিত করলে পরামর্শ দেওয়া সহজ হবে। আর ভবিষ্যতে ইনশাআল্লাহ বিষয়ে আলকাউসারের পর্দানশীনপাতায় কোনো লেখা ছাপানোর চেষ্টা করা হবে।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন