যিলহজ্ব ১৪৩৬ || অক্টোবর ২০১৫

মুহা. আবু হানিফ - মুগদাপাড়া মাদরাসা,মুগদা,ঢাকা

প্রশ্ন

(ক) বাদ তাসলীম। আমি একজন হেদায়াতুন্নাহু জামাতের ছাত্র। বয়স বিশ বছর। নাহু-সরফ ও আরবী কিতাবাদী মোটামুটি বুঝি। ইলমে ফিকহ ও আরবী ও বাংলা সাহিত্য এবং ইংরেজি শেখার প্রতি আমার সহজাত অনুরাগ। এ বিষয়গুলো থেকে কোনটি আমার জন্য মুনাসিব এবং কীভাবে বিশেষজ্ঞতা অর্জন করব?

(খ) চার ভাইবোন-এর মধ্যে আমি বড়। বাবা একজন কৃষক। তাই আর্থিক চাপ ভোগ করতে হয়। এক্ষেত্রে আমার করণীয় কী?

(গ) গতবছর পরিবারের চাপে আলিয়ায় ৮ম শ্রেণীতে পরীক্ষা দিয়েছি। ফলাফল ভালোই হয়েছে। বর্তমানে ৯ম শ্রেণীতে ভর্তি করানো হয়েছে। নিয়ত করেছি আলিয়াতে আর পড়ব না। এ ব্যাপারেও আপনার পরামর্শ চাই।

(ঘ) তালীমি মুরুব্বী নির্বাচনে দ্বিধা-দ্বন্দে আছি। কখনও আমার গাফলতি আবার অনেক সময় যাকে নির্বাচন করব তার মানুষরূপপ্রকাশ পাওয়ায় এই মোবারক সম্পর্ক থেকে এখন পর্যন্ত বঞ্চিত রয়েছি। হুযুর! উল্লেখিত প্রশ্নগুলোর সমাধান ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে বাধিত করবেন।


উত্তর

(ক) (ঘ) এ প্রসঙ্গে পরামর্শ আপনার তালীমী মুরুব্বীর কাছ থেকেই নিতে হবে। তিনি যেহেতু আপনার বিস্তারিত অবস্থা জানবেন তাই তিনিই আপনাকে বাস্তবসম্মত পরামর্শ দিতে পারবেন। আমানতদারমেহেরবান ও অভিজ্ঞ কোনো উস্তাযকে তালীমী মুরুব্বী হিসেবে গ্রহণ করুন এবং তাঁর পরামর্শেই মেহনত করতে থাকুন। তালীমী মুরুব্বী কোনো মানুষই হবেনফেরেশতা হবেন না। সুতরাং মানবিক ভুল-ত্রæটিকে উপেক্ষা করে এবং দ্বিধা-দ্বন্দকে ঝেড়ে ফেলে উপরোক্ত গুণাবলীর বিবেচনায় কোনো উস্তাযকে তালীমী মুরুব্বী হিসেবে গ্রহণ করুন। তিনিই আপনাকে বাতলে দিবেন যেআপনি কোন বিষয়ে কীভাবে অগ্রসর হবেন। আর আপনি আলকাউসারের শিক্ষার্থীদের পাতার প্রবন্ধ ও প্রশ্নোত্তরের সংকলন তালেবানে ইলম : পথ ও পাথেয়’ বইটিতে সংশ্লিষ্ট বিষয়গুলো সংক্রান্ত প্রশ্নোত্তরসমূহ দেখে নিতে পারেন।

(খ) দুআ জারি রাখুন এবং নিয়মিত সালাতুল হাজত পড়ন। সবর ও ধৈর্যের সাথে মেহনত করতে থাকুন। আল্লাহ তাআলা আপনাকে তাওফীক নসীব করেন এবং কামিয়াব করেন। আমীন।

(গ) এ সময়টা আপনার কিতাবী ইস্তেদাদ অর্জন করার সময়। সুতরাং আলিয়ায় পরীক্ষা দিতে গিয়ে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে যেন আপনার মূল পড়াশুনা ও কিতাবী ইস্তেদাদ ক্ষতিগ্রস্ত না হয়। এ বিষয়ে আপনার করণীয় কী তা আপনার তালীমী মুরুব্বীর থেকে জেনে নিন। তিনি আপনার পরিবারকে বুঝিয়ে বলতে পারবেন। 

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন