রবিউল আখির ১৪২৯ || এপ্রিল ২০০৮

হাবীবা বিনতে আবদুস সামাদ - ৯৭/৮ পাটগুদাম, মোমেনশাহী

প্রশ্ন

আরবী ভাষা শেখার অংশ হিসেবে মীযান কিতাব শেষ করেছি। আলহামদুলিল্লাহ। পুরো মীযান কিতাব বলা যায় একরকম মুখস্থ হয়ে গিয়েছে। যেখান থেকেই ধরা হয় বলতে পারি। সেজন্য আমার উস্তাদ বলেন, নাহবেমীর কিতাব পড়া শুরু করতে। কিন্তু আমার কেন যেন মনে হয় ছরফ পুরোপুরি এখনো শেখা হয়নি। কারণ মাঝে মাঝেই ছিগা, বাব, বহছ উলট-পালট হয়ে যায়। অনর্গল নির্ভুল বলতে পারি না। ঠেকে যাই। আপনার কাছে পরামর্শ চাই কিভাবে এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। আমি ইলমে ছরফ এমনভাবে আয়ত্ত করতে চাই যেখান থেকে যেভাবেই ধরা হোক যেন সঠিক উত্তর দিতে পারি। উল্লেখ্য যে, আমি আমার স্বামীর কাছে বাসায় পড়ি। একা একা কিভাবে এ জ্ঞান অর্জন করা সম্ভব এবং সহজ?


উত্তর

উস্তাদ যখন নাহবেমীর শুরু করার পরামর্শ দিয়েছেন তো এক্ষেত্রে সংশয়ে ভোগা উচিত নয়।সরফ-এর যে দুর্বলতার কথা আপনি উল্লেখ করেছেন সেটা নাহবেমীর পড়ার সময়ও দূর করা সম্ভব।

আততরীক ইলাস সারফ-এর নির্দেশনা মোতাবেক অধিক পরিমাণে অনুশীলন করতে থাকলে ইনশাআল্লাহ এই দুর্বলতা দূর হয়ে যাবে।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন