শাবান-রমযান ১৪৩৪ || জুন-জুলাই ২০১৩

মুহাম্মাদ মাসুম বিল্লাহ - যাত্রাবাড়ি মাদরাসা

প্রশ্ন

একটি হাদীসের উপর চূড়ান্ত হুকুম লাগানোর জন্য কয়টি মারহালা অতিক্রম করতে হয় এবং তা কী কী? প্রত্যেক মারহালায় কী ধরনের কাজ করতে হয়? একটু বিস্তারিত জানতে চাই। আল্লাহ তাআলা আপনার ইলম আমলে বরকত দান করুন এবং আপনাকে হায়াতে তাইয়েবা দান করুন। আমীন।

উত্তর

কোনো রেওয়ায়াত সম্পর্কে চূড়ান্ত হুকুম নির্ধারণ করা আইম্মায়ে হাদীসের কাজ। আর আইম্মায়ে হাদীসের ইলমী মিরাছ থেকেইস্তিফাদা করার পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ‘আলমাদখাল ইলা উলূমিল হাদীসিশ শরীফ’  ‘লামাহাত মিন তারীখিসসুন্নাহ ওয়া উলূমিল হাদীস’ কিতাবে রয়েছে। তা দেখে নেওয়া যেতে পারে। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদের সকলকেতাওফীক দান করুন। আমীন। ইয়া রাববাল আলামীন।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন