হুজুর! আমি কয়েক বছর আগে হিফয সম্পন্ন করেছি এবং গত বছর তাইসীর জামাত শেষ করে এ বছর মিযান জামাতে পড়ছি।
কিছুদিন যাবৎ একটি চিন্তা আমার মনে বারবার আসছে। বর্তমানে মুসলিম জাতি জ্ঞান-বিজ্ঞান ও জাগতিক বিষয়ে অনেক পিছিয়ে আছে। তাছাড়া কখনো কখনো কোনো কোনো সাধারণ মানুষের মুখে এজাতীয় মন্তব্য শুনেছি, আলেমদের কর্ম-পরিধি কেবল মসজিদ-মাদরাসা পর্যন্ত। এর বাইরে তাদের কিছু করার নেই। তাই আমার ইচ্ছা, আমি জাগতিক বিষয়ে মুসলমানদের জন্য কিছু খেদমত করব এবং আলেমদের প্রতি মানুষের এই ধারণা দূর করে দেব। সেই লক্ষ্যে আমি নিয়ত করেছি, আমার দ্বীনী অবস্থা ঠিক রাখার জন্য মাদরাসায় পড়াশোনা করব আর মাদরাসার পাশাপাশি চিকিৎসা শাস্ত্রে পড়ালেখা করব ইনশাআল্লাহ।
বাড়িতে মা ও দুলাভাইকে আমার এই চিন্তার কথা জানিয়েছি। তারা সম্মতি দিয়েছেন। কিন্তু মাদরাসায় কোনো কোনো তালিবে ইলম ভাইকে বিষয়টি জানালে তারা কিছুতেই আমার এ চিন্তায় সায় দেয়নি। তাই আমি দ্বিধায় পড়ে গেছি। দয়া করে আমাকে উত্তম ও সঠিক পরামর্শ দিয়ে বাধিত করবেন।