মিসবাহ উদ্দিন - সদর, বি. বাড়িয়া
৬৮৪৮. প্রশ্ন
একটি জায়গা পাকিস্তান আমলে কবরস্থান ছিল। তারপর নদীতে ভেঙে যায়। তারপর আবার নদী ভরাট হয়ে গেছে। এখন এই জায়গায় বাঁশ লাগানো আছে এবং চাষাবাদ করা হয়। যেমন জালা খেত, রয়া ক্ষেত, ধান ক্ষেত ইত্যাদি।
আমার জানার বিষয় হল, এমন জমিনে ঘর বানিয়ে বসবাস করা যাবে কি?
উত্তর
উক্ত কবরস্থান যদি ওয়াকফিয়া কিংবা সরকারি হয়; কারও ব্যক্তিমালিকানাধীন না হয়, তাহলে সেখানে এখন চাষাবাদ বা বসবাস করা জায়েয হবে না। নদীতে ভেঙে গেলেও পরে যেহেতু তা ভরাট হয়ে পুনরায় কবরস্থানের উপযুক্ত হয়ে গেছে, তাই ওই জায়গাটি এখন কবরস্থান হিসেবেই ব্যবহৃত হবে।
আর কবরস্থানটি ওয়াকফিয়া বা সরকারি না হয়ে যদি ব্যক্তিমালিকানাধীন হয়ে থাকে, তাহলে ওই জমির মালিকগণ (অর্থাৎ নদী ভাঙার পূর্বে যারা মালিক ছিল) সেখানে চাষাবাদ, বসবাস করতে পারবে।
* >الملتقط في الفتاوى< ص ৩৩৫ : مقبرة قديمة لم يبق من آثار المقبرة شيء، فليس للناس أن ينتفعوا بها، ولا البناء فيها.
–ফাতাওয়া খানিয়া ৩/৩১৪; আলহাবিল কুদসী ১/৫৫০; তাবয়ীনুল হাকায়েক ১/৫৮৯; আলবাহরুর রায়েক ৫/২৫১, ২৫২; আদ্দুররুল মুখতার ২/২৩৮; রদ্দুল মুহতার ৪/৩৫৯