রজব ১৪৪৭ || জানুয়ারি ২০২৬

মোঃ ইমরান হোসাইন - নলছিটি, ঝালকাঠি

৬৮৪৫. প্রশ্ন

আমাদের এলাকার এক লোক তার বৈমাত্রেয় বোনের নাতনিকে বিবাহ করতে চাচ্ছে

জানতে চাচ্ছি, বৈমাত্রেয় বোনের নাতনির সঙ্গে তার বিবাহ বন্ধন কি বৈধ? আরও জানতে চাচ্ছি, আপন ভাই-বোনের নাতনিকে বিবাহ করার বিধান এবং বৈমাত্রেয় বা বৈপিত্রেয় ভাই-বোনের নাতনিকে বিবাহ করার বিধান কি এক, না ভিন্ন?

উত্তর

আপন ভাই-বোনের নাতনি যেমন মাহরাম, তেমনি বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই-বোনের নাতনিও মাহরাম এদের হুকুমও আপন ভাই-বোনের নাতনির মতোই তাদের কারও সাথেই বিবাহ বৈধ নয় তাই আপনাদের এলাকার লোকটির জন্য তার বৈমাত্রেয় বোনের নাতনিকে বিবাহ করা কিছুতেই বৈধ হবে না এ থেকে তার বিরত থাকা জরুরি

* >الحاوي القدسي< /৩৬৯ : فالمحرمات للقرابة سبع، وهن: ... والأخوات الثلاث: لأب وأم، ولأب، ولأم، وبناتهن، وبنات الإخوة كذلك، وإن نزلن.

কিতাবুল আছল ৪/৩৫৮; মারাতিবুল ইজমা, পৃ. ১২০; আলমুহীতুর রাযাবী ৩/৬; আলইখতিয়ার ৩/৪৪; তাফসীরে আবিস সাঊদ ২/১১৭; আদ্দুররুল মুখতার ৩/২৮-২৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন