নওশীন নুসরাত - ঠিকানা নেই
৬৮৪২. প্রশ্ন
নামায পড়ার সময় মেয়েদের টাখনু ঢেকে রাখা কি জরুরি? সেলোয়ার খাটো হওয়ার কারণে রুকুতে গেলে কখনো কখনো তা কিছুটা উপরের দিকে উঠে যায়। ফলে শুধু টাখনু অনাবৃত হয়ে যায়। রুকুর পুরো সময় এভাবেই থাকে। এতে কি আমার নামায নষ্ট হয়ে যাবে?
উত্তর
নারীদের টাখনু নামাযে সতরের অন্তর্ভুক্ত। নামাযে তাদের উভয় পা টাখনুসহ ঢেকে রাখা জরুরি। তাই মহিলাগণ লম্বা সালোয়ার অথবা এমন পোশাক পরে নামায আদায় করবে, যা তাদের পুরো পা ঢেকে রাখে। অবশ্য মহিলাদের টাখনু পায়ের নলাসহ একটি অঙ্গ হিসেবে গণ্য হয়। তাই নামাযে কখনো শুধু টাখনু অনাবৃত হয়ে গেলে বা খোলা থেকে গেলে যেহেতু তা ওই অঙ্গের এক চতুর্থাংশের কম, তাই এর কারণে নামায নষ্ট হবে না।
* >غنية المتملي< ص ২১৩ : قال ابن الهمام: >وكعب المرأة ينبغي أن يكون كذلك<، يعني تبع لساقها، لاعضوا مستقلا؛ لأنه ملتقى عظمي الساق والقدم، فعلى هذا لوصلت وكعباها مكشوفة تجوز صلاتها؛ لأن الكعاب لا تبلغ ربع الساق مع الكعبين.
–খুলাসাতুল ফাতাওয়া ১/৭৪; ফাতহুল কাদীর ১/২২৮; আলবাহরুর রায়েক ১/২৭১; আদ্দুররুল মুনতাকা ১/১২২; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ১৩২; রদ্দুল মুহতার ১/৪০৯