জুমাদাল উলা ১৪৪৭ || নভেম্বর ২০২৫

আবদুল কারীম - রাজশাহী

৬৮২৫. প্রশ্ন

মুরগি জবাইয়ের পর তা নিস্তেজ হওয়ার আগেই অনেকে মুরগির পা, পাখনা কেটে ফেলে

প্রশ্ন হল, নিস্তেজ হওয়ার আগে কোনো অঙ্গ কেটে নিলে ওই অংশ কি খাওয়া জায়েয হবে?

উত্তর

পশু-পাখির জবাই সম্পন্ন হওয়ার পর তা পুরোপুরি নিস্তেজ হওয়ার আগেই এর কোনো অঙ্গ কেটে ফেললে তা খাওয়া জায়েয আছে

তবে উল্লেখ্য যে, পুরোপুরি নিস্তেজ হওয়ার আগে জবাইকৃত পশু-পাখির কোনো অঙ্গ কাটা মাকরূহ তাহরীমী কেননা এতে তাদের অহেতুক কষ্ট দেওয়া হয় তাই এমন কাজ থেকে বিরত থাকা আবশ্যক

* >المحيط البرهاني< /৪৪২ : رجل ذبح الشاة، وقطع الحلقوم والأوداج، إلا أن الحياة باقية فيها، فقطع إنسان بضعة منها، يحل أكل تلك البضعة منها؛ لأن هذا ليس بمبان من الحي؛ لأن ما بقي منها من الحياة غير معتبر أصلا.

আলমুজতাবা, যাহেদী /১৮; মিরাজুদ দিরায়া /২৩৭; ফাতাওয়া বাযযাযিয়া /৩০৮; আদ্দুররুল মুখতার /২৯৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন