জুমাদাল উলা ১৪৪৭ || নভেম্বর ২০২৫

রাশেদ - মালিবাগ, ঢাকা

৬৮২০. প্রশ্ন

আমি আমার খালাতো বোন একই কলেজে পড়াশোনা করি মাস তিনেক আগে এক লক্ষ আশি হাজার টাকা মহর ধার্য করে আমি তাকে বিবাহ করি তবে বিবাহ সম্পর্কে আমরা কেউই নিজ অভিভাবকদের অবগত করিনি ইচ্ছা ছিল, যখন পারিবারিকভাবে বিবাহের কথা উঠবে তখন জানাব কিন্তু এর আগেই আমাদের উভয়ের পরিবার কীভাবে যেন তা জেনে যান ফলে তারা বিবাহ কোনোভাবেই মেনে নেননি তাই আমি তাকে এক তালাক দিয়ে দিই সে আমার বিবাহে থাকা অবস্থায় তার সাথে আমার শারীরিক সম্পর্ক না হলেও কলেজ বন্ধের দিনগুলোতে আমরা একসাথে বিভিন্ন পার্কে ঘোরাফেরা করেছি, রেস্তোরাঁতে খাবার খেয়েছি

জানার বিষয় হল, এমতাবস্থায় সে কি আমার থেকে ধার্যকৃত পুরো মহরের হকদার হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে বিবাহের পর আপনাদের মাঝে যদি বাস্তবেই শারীরিক সম্পর্ক না হয়ে থাকে, তদ্রƒ শারীরিক সম্পর্ক স্থাপনে বাধা নেই এমন কোনো স্থানে নির্জনবাসও না হয়ে থাকে, তবে সেক্ষেত্রে মেয়েটি আপনার থেকে ধার্যকৃত মহরের অর্ধেক (অর্থাৎ নব্বই হাজার টাকা) পাবে মহর বাবদ ওই পরিমাণ টাকা তাকে দিয়ে দিতে হবে এক্ষেত্রে বিবাহের সময় ধার্যকৃত পূর্ণ মহর দিতে হবে না

আল্লাহ তাআলা ইরশাদ করেন

وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِیْضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ.

তোমরা তাদেরকে (অর্থাৎ স্ত্রীদেরকে) স্পর্শ করার আগেই যদি তালাক দাও এবং তোমরা তাদের জন্য মহর ধার্য করে থাক, তবে যে পরিমাণ মহর ধার্য করেছিলে তার অর্ধেক (দেওয়া জরুরি) সূরা বাকারা (০২) : ২৩৭

* كتاب >الأصل< للشيباني /৪৩৬ : وإذا طلق الرجل امرأته وقد خلا بها أو أغلق عليها بابا أو أرخى عليها حجابا قضي عليه بالمهر كاملا. ... وإذا طلق الرجل امرأته قبل أن يدخل بها فلها نصف المهر إن كان سمى لها مهرا.

আলমাবসূত, সারাখসী /১৪৮-১৫০; বাদায়েউস সানায়ে /৫৯২; আলমুজতাবা, যাহেদী /১১১; আলগায়া, সারুজী ১১/২৭; আননাহরুল ফায়েক /২৩০, ২৩৭; ফাতাওয়া হিন্দিয়া /৩০৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন