জহীরুল হক ফরহাদ - মালিবাগ, ঢাকা
৬৮১৮. প্রশ্ন
আল্লাহর রহমতে কিছু দিন পর আমার উমরায় যাওয়ার ব্যবস্থা হয়েছে। তো আমি শরীরে নিয়মিত তেল ব্যবহার করে অভ্যস্ত। বিশেষ করে শীতকালে তা ব্যবহার না করলে খারাপ লাগে।
জানতে চাই, ইহরাম অবস্থায় কি গায়ে (সুগন্ধিমুক্ত) তেল ব্যবহার করতে পারব?
উত্তর
ইহরাম অবস্থায় সুগন্ধিমুক্ত তেলও ব্যবহার করবেন না। এ সময় সর্বপ্রকারের তেল ব্যবহার থেকে বিরত থাকতে হয়। বেশি কষ্ট হলে ঘ্রাণমুক্ত পেট্রোলিয়াম জেলি জাতীয় জিনিস লাগাতে পারবেন।
* >شرح مختصر الطحاوي< للجصاص ২/৫৫৮ : (ولا يدهن بدهن مطيب ولا غيره)؛ لأن الدهن في نفسه طيب.
–আলমাবসূত, সারাখসী ৪/১২২; আলমুহীতুল বুরহানী ৩/৪৩৭; মাজমাউল বাহরাইন, পৃ. ২২২; জামিউর রুমূয ২/৪২৫; মাজমাউল আনহুর ১/৪৩১