জুমাদাল উলা ১৪৪৭ || নভেম্বর ২০২৫

উম্মে মুরতাযা - চান্দিনা, কুমিল্লা

৬৮১২. প্রশ্ন

কিছুদিন আগে আমার স্বামী বাজার থেকে বেশ কিছু মাছ আনেন আসরের নামায না পড়েই মাছ কাটতে বসি মাছ কাটা শেষে আসরের ওয়াক্ত শেষ দিকে ছিল তাই দ্রুত ওযু করে আসরের নামায আদায় করি নামায শেষ করার পর পায়ের পাতায় চোখ যায়, দেখি সেখানে মাছের একটি আঁশ লেগে আছে তখন তো মাত্রই ওযু করে নামায পড়েছি পা তখনো কিছু ভেজাই ছিল কিন্তু মাছের আঁশটি তখনো সেখানে যেভাবে শক্ত হয়ে লেগে ছিল, এতে এটাই স্বাভাবিক মনে হয় যে, ওযুর আগে এটা এখানে লেগে ছিল

জানার বিষয় হল, মাছের এই আঁশটি লেগে থাকার কারণে কি আমার ওযু সহীহ হয়েছে এবং আমার নামায কি আদায় হয়েছে, নাকি তা পুনরায় পড়া জরুরি?

উত্তর

সাধারণত মাছের আঁশের নিচে পানি পৌঁছে যায় তাই আপনার ওযু নামায আদায় হয়ে যাওয়ার কথা তবে যদি আপনার ওই ওযুতে আঁশের নিচে চামড়ায় পানি পৌঁছেনি বলে প্রবল ধারণা হয়, তাহলে আপনার ওই ওযু সহীহ হয়নি এবং সেক্ষেত্রে আপনার ওই আসরের নামাযও আদায় হয়নি তাই এক্ষেত্রে আপনাকে আঁশ সরিয়ে নিয়ে জায়গাটি ধুয়ে ফেলতে হবে এবং ওই নামায পুনরায় আদায় করে নিতে হবে

* >المحيط البرهاني< /১৬৮ : ولو كان جلد سمك أو خبز ممضوغ قد جف، وتوضأ، ولم يصل الماء إلى ما تحته، لم يجز؛ لأن التحرز عنه ممكن.

খিযানাতুল আকমাল /১৯৪; আযযাখীরাতুল বুরহানিয়া /৩৩৫; আলমুজতাবা, যাহেদী /১৭; আলজাওহারাতুন নাইয়িরা /১২; আদ্দুররুল মুখতার /১৫৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন