মাসউদুল কাদীর - রামু, কক্সবাজার
৬৮১০. প্রশ্ন
আমি অমুসলিমদের মাঝে দাওয়াতী কাজ করে থাকি। আমাদের একটা দাওয়াহ সেন্টার আছে। সাথে একটি মসজিদও আছে। একদিন এক হিন্দু যুবককে দাওয়াতের উদ্দেশ্যে আমাদের মসজিদে নিয়ে আসি। সেখানে বসে তার সঙ্গে কথা বলি ও তাকে ইসলামের দাওয়াত দিই। পরে স্থানীয় এক লোক বলল, অমুসলিমদের জন্য মসজিদে প্রবেশের সুযোগ নেই। তাকে মসজিদে নিয়ে এসে আপনি ঠিক করেননি।
মুহতারামের কাছে জানার বিষয় হল, তার কথা কি ঠিক? এক্ষেত্রে শরীয়তের বিধান কী? দলীলসহ জানানোর অনুরোধ করছি।
উত্তর
না, লোকটির ওই কথা ঠিক নয়। মসজিদের আদব-সম্মান রক্ষা করে অমুসলিমদের জন্যও মসজিদে প্রবেশ করার অনুমতি আছে। আর দাওয়াতী উদ্দেশ্যে হলে তো কোনো সমস্যাই নেই। সুতরাং আপনি তাকে মসজিদে এনে কোনো অন্যায় করেননি।
উসমান ইবনে আবিল আস রা. বর্ণনা করেন–
أنَّ وَفْدَ ثَقِيْفٍ لَمَّا قَدِمُوْا عَلَى رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أنْزَلَهُم الْمَسْجِدَ، لِيَكُوْنَ أرَقَّ لِقُلُوْبِهِمْ.
অর্থাৎ যখন ছাকীফ গোত্রের প্রতিনিধিদল নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসল, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মসজিদে থাকার ব্যবস্থা করে দিলেন। যেন তাদের দিল নরম হয়। (সুনানে আবু দাউদ, হাদীস ৩০২০)
* >المحيط الرضوي< ৫/৪২ : (المبسوط) ولا بأس بدخول أهل الذمة المسجد الحرام وسائر المساجد.
–সহীহ ইবনে খুযাইমা, হাদীস ১৩২৮; আহকামুল কুরআন, জাস্সাস ৩/৮৮; শরহুস সিয়ারিল কাবীর, সারাখসী ১/৯৭; তাকমিলাতুল বাহরির রায়েক ৮/২০৩; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪৬; রদ্দুল মুহতার ৬/৩৮৭