আবদুল্লাহ সাদ - ওয়েব থেকে প্রাপ্ত
৬৮০৯. প্রশ্ন
আমার এক প্রতিবেশী মান্নত করেছেন যে, তার ছেলের ঘরে যদি নাতি (পুত্র সন্তান) হয়, তাহলে তিনি তার নাতির জন্মের সপ্তম দিন তার নামে দুইটি বকরি জবাই করে আকীকা করবেন। এখন তার ছেলের ঘরে পুত্র সন্তানই জন্মগ্রহণ করেছে। কিন্তু ইদানীং তার কিছুটা আর্থিক সংকট চলছে।
তাই এখন তিনি জানতে চাচ্ছেন, তার জন্য সপ্তম দিন আকীকা না করে পরে সুবিধামতো সময়ে আকীকা করার সুযোগ আছে কি না? এক্ষেত্রে সপ্তম দিন আকীকা না করলে কি তিনি গুনাহগার হবেন?
উত্তর
আকীকার মান্নত করলে তা ওয়াদা বলে ধর্তব্য হয়; আবশ্যকীয় হয় না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে সন্তান জন্মের সপ্তম দিনে বা অন্য কোনো দিনে আকীকা করা তার ওপর আবশ্যক নয়। তিনি চাইলে সুবিধামতো অন্য যে কোনো সময় নাতির আকীকা করতে পারবেন।
–বাদায়েউস সানায়ে ৪/২২৮; আদ্দুররুল মুখতার ৩/৭৩৫; ইমদাদুল আহকাম ৪/২০৭