সিরাজ মিয়া - নাটোর
৬৮০৫. প্রশ্ন
আমি একজন কৃষক। আমার চারটি ছাগল ছিল। কিছুদিন আগে আমি জমিজমা সংক্রান্ত একটি বিষয় নিয়ে পেরেশানীতে ভুগছিলাম। তখন আমি ওই ছাগলগুলোর মধ্যে সবচেয়ে বড় ছাগলটির ব্যাপারে মান্নত করি, যদি আমার পেরেশানী দূর হয়, তাহলে আমি আগামী বছর এই ছাগলটি কুরবানী করব। আলহামদু লিল্লাহ কিছুদিন পর পেরেশানী কেটে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত এর অল্প ক’দিন পরই ছাগলটি মারা যায়।
মুহতারামের কাছে আমার জানার বিষয় হল, আমার জন্য কি এখন মান্নত আদায়ের উদ্দেশ্যে এই ছাগলটির পরিবর্তে অন্য কোনো ছাগল কুরবানী করা কিংবা এর সমমূল্য সদকা করা জরুরি?
উত্তর
না, প্রশ্নোক্ত ক্ষেত্রে মান্নতটি আদায়ের জন্য অন্য কোনো ছাগল কুরবানী করা কিংবা এর মূল্য সদকা করা আপনার ওপর জরুরি নয়। কেননা মান্নতের ওই ছাগলটি মারা যাওয়ার দ্বারা আপনার মান্নতও শেষ হয়ে গেছে। সুতরাং এখন এর পরিবর্তে আপনার ওপর কোনো কিছু আবশ্যক নয়।
* >بدائع الصنائع< ৪/১৯৯ : إلا إذا كان عينها بالنذر، بأن قال: لله تعالى علي أن أضحي بهذه الشاة، وهو موسر أو معسر، فهلكت أو ضاعت، أنه تسقط عنه التضحية بسبب النذر؛ لأن المنذور به معين لإقامة الواجب، فيسقط الواجب بهلاكه.
–আলমাবসূত, সারাখসী ১২/১৩; তুহফাতুল ফুকাহা ৩/৮৬-৮৭; রদ্দুল মুহতার ৬/৩২৫