আহমাদ আবরার - কুড়িগ্রাম
৬৮০৩. প্রশ্ন
কিছুদিন আগে আমি বিবাহ করেছি। আমার আপন শাশুড়ি নেই। আমার স্ত্রীর ছোটবেলাতেই তিনি ইন্তেকাল করেছেন। এরপর শ্বশুর আরেক বিবাহ করেছেন।
আমার জানার বিষয় হল, যখন আমি শ্বশুরবাড়িতে যাব, তখন কি আমার ওই সৎ শাশুড়ির সাথে দেখা দিতে পারব?
উত্তর
সৎ শাশুড়ি মাহরাম নয়। তাই তার সাথে আপনার দেখা দেওয়া জায়েয হবে না।
* كتاب >الأصل< للشيباني ১০/১৮৫ : قال: ولا بأس بأن يتزوج الرجل المرأة وابنة زوج قد كان لها قبله يجمع بينهما؛ لأنه لا قرابة بينهما ولا رحم.
–মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১৩৯৬৪; আলমুহীতুল বুরহানী ৪/১০৬; আলগায়াহ, সারুজী ১০/১৭৯; আলবাহরুর রায়েক ৩/৯৮; মিরকাতুল মাফাতীহ ৬/২৫৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৭