শরীফ আলী - উল্লাপাড়া, সিরাজগঞ্জ
৬৮০২. প্রশ্ন
আমার মাইগ্রেনের অসুবিধা আছে। ফলে বিভিন্ন কারণে মাথাব্যথা হয়। এ বছর হজে¦ আরাফার ময়দানে রোদে দাঁড়ানোর কারণে তীব্র মাথাব্যথা শুরু হয়। তারপর আস্তে আস্তে তা বাড়তে থাকে। ব্যথার যন্ত্রণা থেকে বাঁচতে তখন আমি একটি রুমাল পেঁচিয়ে পাগড়ি বানিয়ে মাথায় বাঁধি। দুপুর (আনুমানিক পৌনে দুইটা) থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে মাথায় পাগড়ি পরে থাকি। সন্ধ্যার পর পাগড়ি খুলে ফেলি।
প্রশ্ন হল, এ কারণে কি আমার ওপর কোনো জরিমানা আসবে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওপর একটি সদকাতুল ফিতর পরিমাণ সদকা করা ওয়াজিব হয়েছে। কেননা ইহরাম অবস্থায় মাথার এক চতুর্থাংশ বা তার বেশি এক ঘণ্টা বা এর বেশি, তবে বারো ঘণ্টার কম সময় ঢেকে রাখলে (যদিও তা ওযরবশত হয়) একটি সদকাতুল ফিতর পরিমাণ সদকা করা ওয়াজিব হয়। আর এই সদকা হেরেম এলাকার গরিবদেরকে দেওয়া উত্তম। অবশ্য নিজ দেশে বা অন্য এলাকার দরিদ্রদেরকে দিলেও আদায় হয়ে যাবে।
* >المبسوط< للسرخسي ৪/১২৮ : وإن غطى المحرم ربع رأسه أو وجهه يوما فعليه دم، وإن كان دون ذلك فعليه صدقة.
–আলমুহীতুর রাযাবী ২/২৩৭; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৩৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২৮০; আলহাবিল কুদসী ১/৩৪৭; মানাসিক, মোল্লা আলী কারী, পৃ. ৩০০; রদ্দুল মুহতার ২/৫৪৭