রবিউল আখির ১৪৪৭ || অক্টোবর ২০২৫

আজম খান - যশোর

৬৮০০. প্রশ্ন

আমি পাইকারি ও খুচরা হোমিও ঔষধ বিক্রয় করি ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের জন্য প্রস্তুত করা ইত্যাদি কাজের জন্য আমাকে অনেক বোতল কিনে রাখতে হয় আবার ক্রেতাদেরকে ঔষধ সাপ্লাইয়ের জন্যও বোতল রাখা হয়

প্রশ্ন হল, যাকাতবর্ষ শেষে এসব বোতলেরও কি যাকাত দিতে হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে যেসব বোতল নিজ দোকানে ঔষধ সংরক্ষণ ও সংগ্রহের কাজে ব্যবহারের জন্য রাখা হয়েছে; ক্রেতাদেরকে ঔষধের সাথে দেওয়ার জন্য ক্রয় করা হয়নি, তা যাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত নয় এ প্রকারের বোতলের যাকাত দিতে হবে না

কিন্তু যেসব বোতল ক্রেতাদেরকে ঔষধের সাথে দেওয়ার জন্য ক্রয় করা হয়েছে এবং ঔষধের সাথে এগুলোর মূল্যও ধরা হয়, সেসব বোতল যাকাতের হিসাবে গণ্য হবে যাকাতবর্ষ শেষে দোকানে রয়ে যাওয়া সেসব বোতলের মূল্য ধরে এর যাকাত দিতে হবে

* >المحيط الرضوي< /৪৯৩ : وأصله أن كل عين يبقى أثرها في المحل، كالعصفر والزعفران ونحوهما، ففيه الزكاة؛ لأنه تتحقق فيه معنى التجارة؛ لأنه يصير معتاضا عن الصبغ القائم في الثوب، وما لا يبقى له أثر في العين، كالصابون والحرض والخطب والملح ونحوها، فلا زكاة فيه؛ لأنه لا تتحقق فيه معنى التجارة، وكذا الدباغ يشتري العفص ليدبغ الجلد، أو الدهن والشحم ليدهن به الجلود، فلا زكاة فيه، وآلات الصناع الذين يعملون بها وظروف أمتعة التجار، فلا زكاة فيها؛ لأنها غير معدة للتجارة.

উয়ূনুল মাসায়েল, পৃ. ৩৪; ফাতাওয়া খানিয়া ১/২৫১; আযযাখীরাতুল বুরহানিয়া ২/৫০৪; ফাতহুল কাদীর ২/১৬৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন