মারুফ - কেরানীগঞ্জ, ঢাকা
৬৭৯৭. প্রশ্ন
একদিন রাতে ঘুমাতে দেরি হওয়ায় ফজরের সময় ঘুমের অনেক চাপ ছিল। এ অবস্থায়ই নামাযে দাঁড়াই। প্রথম রাকাতে ইমাম সাহেব যখন প্রথম সিজদায় যান আমিও ইমামের সাথে সিজদায় যাই। কিন্তু সিজদায় গিয়ে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। এর মধ্যে ইমাম প্রথম সিজদা সম্পন্ন করে দ্বিতীয় সিজদা করেন। দ্বিতীয় সিজদা থেকে তিনি যখন ওঠেন, তখন আমার ঘোর কাটে। তখন আমি কী করব বুঝতে না পেরে ইমামের সাথে দাঁড়িয়ে যাই এবং ছুটে যাওয়া সিজদা আদায় না করেই ইমামের সাথে বাকি নামায শেষ করি।
জানার বিষয় হল, আমার উক্ত নামায কি সহীহ হয়েছে? উক্ত অবস্থায় আমার কী করণীয় ছিল? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
আপনার ওই নামায আদায় হয়নি। তা পুনরায় পড়ে নেওয়া জরুরি। কেননা নামাযে প্রতি রাকাতে দুই সিজদা করা ফরয। একটি সিজদা ছুটে গেলেও নামায সহীহ হয় না।
এক্ষেত্রে আপনার করণীয় ছিল, তন্দ্রাভাব কেটে যাওয়ার পর প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদাটি নিজে নিজে আদায় করে তারপর দাঁড়ানো। এভাবে করলে আপনার নামায সহীহ হয়ে যেত।
* >المبسوط< للسرخسي ১/২২২ : قال: (وإذا سلم في الرابعة ساهيا بعد قعود مقدار التشهد ولم يقرأ التشهد، أو كان عليه سجدة تلاوة أو سجدة صلاتية، عاد إلى قضاء ما عليه) ... وإن كان قد سلم عامدا فقد قطع صلاته بسلام العمد، فإن كان ما ترك سجدة صلاتية فعليه إعادة الصلاة؛ لأنها ركن.
* >الفتاوى الهندية< ১/৭০ : (ومنها السجود) السجود الثاني فرض كالأول بإجماع الأمة.
–কিতাবুল হুজ্জাহ, ইমাম মুহাম্মাদ ১/১৯৩; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১২০; খিযানাতুল আকমাল ১/৫৭; আলমুজতাবা, যাহেদী ১/২৩৪; হালবাতুল মুজাল্লী ২/১৬৫; জামিউর রুমূয ১/১৪৫; আদ্দুররুল মুখতার ১/৪৪৭