রবিউল আখির ১৪৪৭ || অক্টোবর ২০২৫

হাম্মাদ - কেরানীগঞ্জ, ঢাকা

৬৭৯৬. প্রশ্ন

একদিন ফজরের সময় প্রচণ্ড বৃষ্টি হয় বৃষ্টির কারণে মসজিদে যাওয়া সম্ভব হয়নি তাই কয়েকজন সাথি মিলে কামরায় ফজরের জামাত করি সাথিদের অনুরোধে আমাকে নামাযের ইমামতি করতে হয় ইমামতির জন্য আগে থেকে প্রস্তুত না থাকার কারণে নামাযে একটা সমস্যা হয় সূরা ফাতেহা পড়ার পর চিন্তা করা শুরু করি, কোন্ সূরা বা কোন্ আয়াত থেকে তিলাওয়াত করব এবং এতে খানিকটা বিলম্ব হয়ে যায় ফলে সতর্কতাবশত সাহু সিজদা দিয়ে নামায সমাপ্ত করি

জানার বিষয় হল, এ ধরনের ক্ষেত্রে সূরা আরম্ভ করতে কতটুকু বিলম্ব হলে সাহু সিজদা ওয়াজিব হবে?

উত্তর

সূরা ফাতেহা পড়া শেষ করার পর অন্য সূরা মিলাতে যদি বিলম্ব হয় এবং তিন তাসবীহ পরিমাণ (অর্থাৎ তিনবার سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ বা তিনবার سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى বলা পরিমাণ) সময় চুপ থাকে, তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে কিন্তু তিন তাসবীহ পরিমাণ থেকে কম সময় চুপ থাকলে সাহু সিজদা ওয়াজিব হবে না

* >قنية المنية< للزاهدي، ص: ৭৩ : (ظم) فرغ من الفاتحة وتفكر ساكتا بأي سورة يقرأ مقدار ركن، يلزمه السهو.

কিতাবুল আছল ১/২২৭; বাদায়েউস সানায়ে ১/৪০২; ফাতাওয়া কাসেম ইবনে কুতলূবুগা, পৃ. ১৫১; শরহুল মুনইয়া, পৃ. ৪৬৫; হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী, পৃ. ২৫৮; মিনহাতুল খালিক ২/৯৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন