ড. আবদুল হক - সিলেট
৬৭৯১. প্রশ্ন
কিছুদিন আগে আমি একটি ব্যবসা শুরু করেছিলাম। এখন আবার তা বন্ধ করে দিয়েছি। তখন মান্নত করেছিলাম, ব্যবসায় যদি লাভ হয়, তাহলে আমি লাভের দশ শতাংশ দান করব। আলহামদু লিল্লাহ, ব্যবসায় ভালো লাভ হয়েছে।
মুহতারামের কাছে জানার বিষয় হল, মান্নতের এ অর্থ কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে?
উত্তর
না, মান্নতের অর্থ মসজিদে দেওয়া যাবে না; বরং তা যাকাতগ্রহণের উপযুক্ত গরিব-মিসকীনদের দান করে দিতে হবে। মসজিদে দিলে তা নফল সদকা হিসেবে গণ্য হবে; মান্নত আদায় হবে না।
* >الحاوي القدسي< ১/৩০০ : ومصارف العشر وسائر الصدقات الواجبات مصارف الزكاة.
وفيه أيضا ১/২৯৯ : ولا يجوز أداء الزكاة إلا على وجه التمليك ممن هو من أهل الملك، حتى لا يجوز أن يقضي من الزكاة دين ميت، ولا يبني بها مسجدا.
–আলইখতিয়ার ১/৩৮৩; আলজাওহারাতুন নায়্যিরা ১/১৬৭; জামিউর রুমূয ১/৩৩৪; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৪২৩; রদ্দুল মুহতার ২/৩৩৯