নোমান বিন কবির - বন্দর, নারায়ণগঞ্জ
৬৭৯০. প্রশ্ন
আমার বন্ধু তার স্ত্রীকে এক তালাকে বায়েন প্রদান করেছে। ইতিপূর্বে সে আর কোনো তালাক দেয়নি। এখন সে এবং তার স্ত্রী পুনরায় একসাথে থাকতে চাচ্ছে।
হুজুরের কাছে জানতে চাই, পুনরায় বিবাহের জন্য তাদের কতদিন অপেক্ষা করতে হবে? স্থানীয় এক আলেম বলেছেন, এক্ষেত্রে তাদের বিবাহ সহীহ হওয়ার জন্য নাকি স্ত্রীর ইদ্দত পালন শেষ হওয়া জরুরি। এ কথা কি ঠিক? বিষয়টি জানিয়ে বাধিত করবেন।
উত্তর
না, ওই কথাটি ঠিক নয়। স্ত্রীকে এক তালাক বা দুই তালাকে বায়েন দিলে ইদ্দতের ভেতরও তালাকদাতা স্বামীর সাথে তার বিবাহ জায়েয আছে। অতএব এক্ষেত্রে তারা চাইলে ইদ্দত শেষ হওয়ার আগেই পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এতে কোনো সমস্যা নেই। কিন্তু তালাকদাতা স্বামী ছাড়া অন্য কারো সাথে ওই মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে ইদ্দত শেষ হওয়া জরুরি। এর আগে অন্য কারো সাথে তার বিবাহ বৈধ নয়।
* >بدائع الصنائع< ৩/৩২৩ : ويجوز لصاحب العدة أن يتزوجها؛ لأن النهي عن التزوج للأجانب، لا للأزواج.
–মি‘রাজুদ দিরায়া ৪/৩১৮; ফাতাওয়া তাতারখানিয়া ৫/১৪৭; আলবাহরুর রায়েক ৪/৫৬; আননাহরুল ফায়েক ২/৪২০; আদ্দুররুল মুখতার ৩/৪০৯